ভালোবাসা কি? ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার উপায়?!

PaGoaL
By -
0

ভালোবাসা কি? ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার উপায়

PaGoaL - The Super Psychological Master Mind

প্রারম্ভিকতা

আপনি কি আপনার মানুষকে বশ করে আপন করে পেতে চান?

হুমম...অবশ্যই আজ PaGoaL আপনাকে আপনার ভালোবাসার মানুষটিকে এমনভাবে বশ করার টোটকা বা টনিক দিবে যাতে আপার আপনি নির্লিপ্ত ভালোবাসার অপূর্ব আস্বাদন লাভ করতে সক্ষম হউন; তবে PaGoaL কোন বিশেষ ধ্যান ধারণার যুক্তিহীন বিশ্বাসের বশীভূত হয়ে কোনরূপ তাবিজ-কবচ, মন্ত্র-তন্ত্র বা জাদুবিদ্যা শেখাবে না বরং যৌক্তিক Psychological Knowledge এর মাধ্যমে এনালাইসিস দ্বারা উপায় বাতলে দিবে!

ভালোবাসা কি?

আসুন ভালোবাসার মানুষটিকে আপন করার আগে সত্যিকার অর্থে জেনে আসি "ভালোবাসা" জিনিসটা আগে কি? যদিও বিভিন্ন দৃষ্টিকোণ হতে ভালোবাসার বিভিন্ন সংজ্ঞা উপস্থাপন করা যায় তথাপি হিউম্যান ব্রেইন'কে সকল শারীরিক-মানসিক ক্রিয়ার Root তথা মূল বিবেচনা করলে "ভালোবাসা হলো মানব মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত অক্সিটোসিন হরমোনের প্রভাবে জাগ্রত হওয়া একরূপ মানসিক অনুভূতির জটিল মিথস্ক্রিয়া মাত্র"।

ভালোবাসা শুধুই যে প্রেম বা কামনা-বাসনার বহিঃপ্রকাশ এমনটা নয় বরং স্নেহ, মমতা, মায়া, মানবিকতা, বন্ধন সবকিছুই ভালোবাসার অন্তর্ভুক্ত মানসিক ক্রিয়া আরকি; তথাপি ভালোবাসা অদ্যবধি কিঞ্চিৎ হলেও হয়তো একটু রহস্যময় - ঐটাই ভালোবাসার যে বিশিষ্ট বৈশিষ্ট্য! 

বশীকরণ

বশ বলতে মূলত বোঝায় এমনভাবে আনুগত্য স্বীকার যেখানে একজন মানুষ [যাকে বশ করতে চাওয়া হয় এমন ব্যক্তি] অপরের প্রতি [যিনি বশ করতে চাইছেন এমন ব্যক্তি] তীব্রভাবে আকৃষ্ট হয়ে বশ্যতা মেনে নেওয়া বা মানিয়ে নেওয়া; যেখানে একজনের মনোভব অপরের মানসিকতার ওপর অভারলেপিং [সম্পূর্ণটাই নয় বরং প্রতিটি মানুষেরই নিজস্ব স্বকীয়তা বিদ্যমান] হয় [তা হতে পারে সাময়িক বা দীর্ঘস্থায়ী] মাত্র। সম্মোহন এর উদাহরণের মাধ্যমে আরও ভালোভাবে বশ করার বিষয়টি বোঝানো যেতে পারে যেখানে " যিনি যাকে হিপ্নোটাইজ করছেন" সেখানে হিপ্নোটাইজার বা হিপ্নোসিস্ট ব্যক্তির ইচ্ছানুযায়ী [সাজেশন অনুযায়ী] অপর ব্যক্তি [যাকে হিপ্নোটাইজ করা হচ্ছে] তিনি পরিচালিত হবেন - যদিও তা কিছুসময়ের ভেতর ভ্রম কেটে যাওয়ার পর [হিপ্নোটাইজের সময়কাল শেষ হওয়ার পর] যাকে হিপ্নোটাইজ করা হচ্ছিলো তিনি বিমুক্ত স্বাধীনতায় স্বকীয়তা প্রাপ্ত হয়ে স্বাভাবিক হয়ে যাবেন।

এখানে হিপ্নোটাইজ এর ক্ষেত্রে ঐ মানুষটি [যাকে হিপ্নোটাইজ করা হচ্ছে] কিন্তু হিপ্নোসিস এর সময়কালে অবচেন থাকে মাত্র; সুতরাং এভাবে কখনো মানুষকে সহজাত স্বাভাবিকভাবে বশ করা নিতান্তপক্ষে সম্ভব নয় বটে [তবে ঐ অবচেতন মানসিক অবস্থায় কিছু স্ট্রং সাজেশন হয়তো এমনভাবে ইফেক্টিভ হতে পারে যা ব্রেইনে গেঁথে দেওয়ার প্রয়াস নেওয়া যেতে পারে]। এছাড়া বিভিন্ন ধরনের চেতনা নাশক রাসায়নিক দ্রব্য বা ড্রাগ [সংগত বিবেচনায় উল্লেখ করা হলো না] ইত্যাদি মানুষের অচেতন বা অবচেতন মন'কে এফেক্টেড করে - যাতে খুব অল্প সময়ের জন্য কিছুটা হলেও মাইন্ড এক্সেস (ব্রেইন এক্সেস) নিতে সক্ষম যাকে আপনি "বশ" শব্দ দ্বারা আখ্যায়িত করতে পারেন।

অপরাপর কাউকে বশ করতে হিউম্যান মাইন্ডের এক্সেস গ্রহনে সর্বাধিক সঠিক ও শ্রেষ্ঠতম উপায় হলো "ব্যক্তিকে কোনরূপ বাহ্যিক উপায়ে অচেতন না করেই কনশিয়াসের লজিক্যাল গেইট পেড়িয়ে অবচেতন মন'কে এমভাবে প্রভাবিত করা যেন তাতে ব্যক্তি (যাকে বশ করতে হবে) এর শরীরের অভ্যন্তর হতেই পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত অক্সিটোসিন হরমোনের প্রসবণ ঘটে" - এটাই সঠিকতর অনন্য সুস্থ উপায় হওয়া উচিত!

ভালোবাসার মানুষটকে কাছে পাওয়ার উপায়

উপরের প্যারাগ্রাফে আমরা জেনেছি মানুষকে বশ করতে হলে কনশিয়াস পার হয়ে সাবকনশিয়াসে বিস্তরন ঘটাতে হবে - তবে কি সেই উপায় যা দ্বারা কনশিয়াস অতিক্রম করবো আর কেমনেই বা সাবকনশিয়াসে বিস্তরণ ঘটাবো?!  PaGoaL ইতিপূর্বের আর্টিকেল সমূহে কনশিয়াস ও সাবকনশিয়াস মাইন্ড কি সেটা ব্যাখ্যা করেছে - অতএব মূল আলোচনায় আলোকপাত করা যাক; আপনি যাকে ভালোবাসার মাধ্যমে বশ করতে চাচ্ছেন [মানব মনের সাবকনশিয়াসে ভালোবাসার অবস্থিতি] সর্বাগ্রে তার কনশিয়াস'কে বিভিন্ন উপায়ে সর্বাত্মক প্রচেষ্টায় অতিক্রম করতে (১) আপনি যথাসম্ভব তার দৃষ্টিসীমায় অবস্থা করার প্রয়াস নিন [তবে যেন অবশ্যই তা উহার বিরক্তির কারণ না হয়] - যতোই তার চোখের সম্মুখে আসবেন ততোই আর ব্রেইনে সিগন্যাল জেনারেট হবে তথাপি "খারাপ চেহারা সুরতও একটা সময় বারবার দেখতে থাকলে তা ভালো লাগতে পারে" তবে এই ভালো লাগার মতো কারন পরিবেশ - পরিস্থিতি ও পারিপার্শ্বিকতা মূল্যায়নে আপনাকেই সৃষ্টি করে নিতে হবে (২) আপনার কন্ঠস্বর যেন তার ব্রেইনে ইফেক্টিভ হয় - এমন টোনে আকর্ষনীয়তা আনায়ন করুন (৩) তার কি কি ভালো লাগে এটা জেনে সেইসব বিষয়গুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংঘটন করতে প্রয়াসী হউন (৪) "আপনাকে তার কেন ভালোলাগবে?" এই প্রশ্নের উত্তর দ্বারা আপনার ভালোবাসার মানুষটি আগে কি এক্সপেক্ট করছে সেটা যাচাই করুন এবং ঐ সকল বিষয়গুলো আপনার মাঝে পরিস্ফুটন করার চেষ্টা করুন (৫) কনশিয়াসের লজিক্যাল গেইট অতিক্রম করতে সর্বদাই যুক্তি ও বুদ্ধির ব্যবহার সুনিশ্চিত করুন (৬) সকলেই সহজাত কেয়ার পেতে শেয়ারের একটি গুপ্ত স্থান বিদ্যমান থাকে - ঐ স্থানের সন্ধান খুঁজে আপনার নিজেকে রিলায়বিলিটি অর্জন করতে সচেষ্ট হউন (৭) মানুষ মাত্রই সহজাত প্রতিক্রিয়াশীল প্রাণী তাই আপনার ভালোবাসা আবেদনের প্রতিক্রিয়া যেন পজেটিভ হয় সেটা খেয়াল রাখবেন ইত্যাদি; অতঃপর কনশিয়াস অতিক্রান্ত হলে সাবকনশিয়াস যেখানে ভালোবাসার অবস্থান সেখানে আপনার আপন জাগয়া তৈরী করে নিন (১) বিশ্বাস (২) আস্থা (৩) নির্ভরযোগ্যতা (৪) সিনসিয়ারিটি (৫) সিরিয়াসনেস (৬) কেয়ার (৭) এনটারটেইনিং বা রোমাঞ্চ উপলব্ধ প্রভৃতি সুনিশ্চিত করুন।

উপসংহার

মানুষ কোন পায়রা নয় যে তাকে পুষে রাখতে লোহার খাঁচা আমদানি করবেন - বরং মানুষ হলো হিউম্যান ব্রেইনের এমন এক রূপক অক্টোপাস যা অন্যকে ভালোবাসার তরে বশ করতে পরম মমতা আর আস্থায় আপন করে জড়িয়ে নিতে হয় - সুতরাং ভালোবাসায় জয়ী হতে বশ নয় বরং  Boss হতে হয়!

আপনার সুন্দর জীবনের তরে নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো।

#Query_Keyword: Analysis

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)