হস্তমৈথুনে মানসিক প্রভাব!

PaGoaL
By -
0

হস্তমৈথুনে মানসিক প্রভাব!

PaGoaL - The Super Psychological Master Mind

প্রারম্ভিকতা

হস্তমৈথুন একটি ন্যাচারাল ফ্যাক্ট যা ফিজিক্যাল দিক থেকে যেমন খুব স্বাভাবিক তেমনি মানব জাতি ছাড়াও অন্যান্য কিছু ম্যামেল শ্রেণীর প্রাণীর মাঝে পরিলক্ষিত হয় (এটা হতে বিবর্তনীয় ধারণাতে উপলব্ধ হয় যে হস্তমৈথুন মানব জাতিতে পরিলক্ষিত হওয়া অন্যতম প্রাকৃতিক ক্রিয়া বৈকি); অপরাপর নিয়ন্ত্রিত হস্তমৈথুনে শারিরীক কোন বিরূপ প্রতিক্রিয়া বা ক্ষতির সম্ভাবনা থাকে না - এমনকি হস্তমৈথুনের ফলে কিছু ক্ষেত্রে হয়তো এডভান্টেজ গেইন করা সম্ভব হয় বলে ধারণা করা যায়!

হস্তমৈথুনে মানসিক প্রভাব

আজ PaGoaL হস্তমৈথুনের একটি বিশেষ মানসিক প্রভাব নিয়ে আলোচনা করবে; আসুন শুরু করা যাক...

হস্তমৈথুনের ফলে সাইকোলজিক্যালি উন্মুক্ত বিমুক্ত ভাবনার বিস্তরণ ঘটে যেখানে ব্যক্তি তার ইচ্ছানুযায়ী আপন শরীর নিয়ন্ত্রণের ফলে একরূপ মানসিক প্রশান্তি অনুভব করে থাকেন; অপরাপর ডোপামিন হরমোনের নিঃসরণে যে আনন্দের সুখানুভূতি লাভ হয় সেটাও ব্যক্তি'কে সাইকোলজিক্যাল রিলিফ প্রদান করে থাকে (অধিক টেনশানের সময় যা ইফেক্টিভ হতে পারে হয়তো)। হস্তমৈথুনে এতোটা সাইকোলজিক্যাল এডভান্টেজ থাকার পরও বেশ কিছু সুপ্ত অথচ গুরুত্বপূর্ণ ক্ষতিকর ফ্যাক্ট লুকিয়ে থাকে [আপেক্ষিক] সে বিষয়ে আলোকপাত করা যাক: (১) হস্তমৈথুন যেহেতু অদ্যবধি আমাদের দেশের ধর্ম বিশ্বাস ও সামাজিকতায় একরূপ ট্যাবু তাই "হস্তমৈথুন করা উচিত নয়" অথবা "হস্তমৈথুনে পাপ হয়" কিংবা "হস্তমৈথুন খারাপ" এমন ভাবনার পরিপ্রেক্ষিতে ব্যক্তি মানসিকভাবে অবদমিত হয়; এই অবদমনে তার মানসিকতায় ক্ষতিকর প্রভাব ফেলতে পারে [তাইতো অনেকেই হস্তমৈথুনের পর সংকোচ বা আত্ম অপরাধবোধে ভুগে থাকেন; অনেকে হস্তমৈথুনের করার পর "আর কখনো হস্তমৈথুন করবো না" এমনটাও প্রতিজ্ঞা করে থাকেন। অন্যদিকে হস্তমৈথুনের পর যে শারিরীক ক্লান্তির উদ্ভব হয় সেটাকে শারীরিক ক্ষতি হিসেবেও কল্পনা করে থাকেন] (২) হস্তমৈথুন যেহেতু সামাজিকভাবে ট্যাবু প্রায় তাইতো জনসম্মুখে উহা জানাজানি হলে সেটা লজ্জার কারণ হয় - এই সংকোচ ব্যক্তিকে জড়তায় আবিষ্ট করে রাখে ফলে হস্তমৈথুন লুকায়িত লজ্জা বিবেচনায় সংকীর্ণ মানসিকতার উদ্ভব ঘটায় (৩) ব্যক্তি তার প্রিয়জনের সহিত প্রণয়ের পূর্বে বা পরে যদি পার্টনার জানতে পারে যে হস্তমৈথুনে অভ্যস্থ তবে ব্যক্তি সম্পর্কে নেগেটিভ ধারণার উদ্ভব ঘটে বা ঘটতে পারে - যা মানসিকভাবে ব্যক্তির মনোবল দূর্বল করে দেয়; এমনটাও হয়তো হতে পারে যে তাতে উভয়ের শারিরীক - মানসিক সম্পর্কের মাঝে শিথিলতা আনায়ন করবে; সংসারিক বন্ধনের মাঝেও সুপ্ত ফাটল সৃষ্টি করবে! (৪) হস্তমৈথুনের সহিত পর্নোগ্রাফির সম্পর্ক বিদ্যমান - যা উত্তেজনা আনায়নে প্রভাবক ভূমিকা পালন করে; তাই পর্নোগ্রাফির প্রতি বিরূপ ধারণা পোষন করা ব্যক্তি বা ব্যক্তির পার্টনার ধর্মীয় বা সামাজিকতার দৃষ্টিকোণ হতে এটাকে "খারাপ" বিবেচনা করায় মানসিক ক্ষতির কারণ হতে পারে; বলা বাহুল্য বিকৃত যৌনচার চিন্তার নিয়ামক হতে পারে এই পর্ণোগ্রাফি যা ব্যক্তির শুধু মানসিক নয় বরং সাংসারিক ও সামাজিক অবক্ষয়ের মোক্ষম কারণ বটে (৫) হস্তমৈথুনের সময় আমাদের মনের লুকায়িত সুপ্ত বাসনার বহিঃপ্রকাশ ঘটে যা কামনার উত্তাপে "কল্পনার সেই মানুষটিকে নিয়ে উত্তেজক ভাবনা" এর অবতারণা ঘটানো হয় - এখন ঐ ভাবনা যদি যেহেতু একান্তই আপন মনে লুকায়িত চিন্তা তাই উহা আপনার পরিবার বা প্রিয়জন যদি জানতে পারে তবে তাতে আপনার সম্পর্কে সকলের বিরূপ মনোভব তৈরী হবে; এই ভাবনা আপনার ন্যাচারাল লাইফ'কে বিপর্যস্ত করতে পারে।

হস্তমৈথুন একটি প্রাকৃতিক বিষয় উহা মানতে আপত্তি নেই; হস্তমৈথুনের ফিজিক্যাল ও সাইকোলজিক্যাল আপাত এডভান্টেজ গেইন করা সম্ভব এটাও সত্য বটে - তবে এই হস্তমৈথুন যে একজন সাধারণ ব্যক্তি [যিনি অবগত নন এবং ধর্মীয় ও সামাজিকতার বন্ধনে নিবদ্ধ - তথাপি ব্যক্তি ভাবনা জগতে ব্যক্তিগত মূল্যবোধ ও মূল্যায়ন ভিন্নতর] এর সমূহ মানসিক ক্ষতির কারণ হতে পারে সেটাও তো অসত্য নয়!

এখানে একটি বিশেষ বিষয়ে আলোকপাত করা যেতে পারে "যদি আপনি সত্যিই ইচ্ছাকৃত হস্তমৈথুন হতে বিরত থাকেন তবে তা আপনার সঙ্গীর নিকট আপনাকে আলাদা এক অবস্থান তৈরী করবে - এই অবস্থান পরস্পর পরস্পরের প্রতি আরও গভীর শ্রদ্ধা ও মমত্ববোধে আপন করতে সহায়ক ভূমিকা পালন করবে; একইসাথে পরস্পর বন্ডিং, কমিটমেন্ট ও স্যাটিসফেশান সুনিশ্চিত করতে সক্ষম"।

উপসংহার

হস্তমৈথুন প্রকৃতি প্রদত্ত প্রাকৃতিক বৈশিষ্ট্য হলেও মানব জাতির এটাই বিশেষত্ব "পশু হতে বিবর্তিত হয়ে মানব জাতির উৎকর্ষিত অন্যতম অর্জন তো এটাই যে নিয়ন্ত্রিত ইচ্ছাশক্তি"! 

বিঃদ্রঃ এই আর্টিকেল'টি PaGoaL এর স্বীয় চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে।

আপনার সুন্দর জীবনের তরে নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো।

#Query_Keyword: Analysis

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)