রহস্য উন্মোচন : হুমায়ূন আহমেদ এর মৃত্যুগন্ধ!

PaGoaL
By -
0

রহস্য উন্মোচন : হুমায়ূন আহমেদ এর মৃত্যুগন্ধ! 

PaGoaL - The Super Psychological Master Mind

রহস্য উন্মোচন : হুমায়ূন আহমেদ এর মৃত্যুগন্ধ! 

শুরুর কথা

প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদ এর গল্পে ফিজিক্স এর শিক্ষক আব্দুল বাসেত সাহেব মৃত্যু পথযাত্রী মানুষের গায়ে এক অদ্ভূত গন্ধ পেয়ে থাকেন - এই অচেনা অপরিচিত গন্ধ শুকে তিনি বলে দিতে পারেন কেউ মারা যাবেন কিনা?!

যেহেতু তিনি ফিজিক্সের একজন শিক্ষক সেহেতু তার মাঝে যুক্তিগত ধারনা বিদ্যমান থাকবে এটাই স্বাভাবিক তথাপি ব্যক্তির সাইকোলজিক্যাল ব্যতিচার তা কনশিয়াসের সচেতন অংশ'কে সাবকনশিয়াস তথা অবচেতন দ্বারা এমন অধিগ্রহন করতে সক্ষম যেন তাতে লজিক্যাল সেন্স অবরুদ্ধ হয়!

রহস্য উন্মোচন: হুমায়ূন আহমেদ এর মৃত্যুগন্ধ! এর

"হুমায়ূন আহমেদ এর মৃত্যুগন্ধ! "গল্পের বিবৃতি অনুযায়ী যদি সত্যিই মৃত্যুগন্ধ থাকতো তবে সেটা শুধুই আব্দুল বাসেত সাহেব নন বরং জগতের অন্য কেউ এই বিষয়টা উপলব্ধি করতেন; এখন হয়তো বলা যেতে পারে যে অনেকে হয়তো সেই গন্ধ পান তবে ঠিক বুঝে উঠতে পারেন না এটাই ঠিক মৃত্যুগন্ধ - তবুও সময় ও সম্ভাবনার সমীকরণে এমনটা হওয়া নিতান্তপক্ষে হয়তো অসম্ভব!

তথাপি এই যে আব্দুল বাসেত সাহেব মৃত্যু গন্ধ পাচ্ছেন সেটা কি শুধুই "তিনি ভাবছেন - তাই পাচ্ছেন" এমনকিছু? 

হুমম অনেকটা সেইরকমই তবে সম্পূর্ণটাই মনের দোষ দিয়ে দায় এড়ানো যায় না.....

 যেমনটা ভাবছে তা বিবৃত হলো • আব্দুল বাসেত সাহেবের স্ত্রী যখন তাকে ছেড়ে চলে যাচ্ছেন তখন তিনি এক ব্যতিক্রমী গন্ধ পেয়েছিলেন; যেহেতু স্বামী স্ত্রী পরস্পর শারীরিকভাবে পরিচিত তাই একে অপরের শরীরের খুব সূক্ষ গন্ধ হলেও তা হাইলাইট হওয়া কিছু অসম্ভব কিছু নয়; তবে সেই গন্ধ যে মৃত্যুগন্ধ এমনটা নয়! ব্যতিক্রমী অচেনা গন্ধ উপলব্ধ হওয়ার বহু প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ থাকতেই পারে [যেহেতু এটা মৃত্যুগন্ধ এর রহস্য উন্মোচনে কোন শর্ত নয় এবং উক্ত সময় সম্পর্কে আরও বিস্তারিত বলা হয়নি তাই এই লেখাতে গন্ধ প্রাপ্তির সম্ভাব্য কারন বিস্তারিত ব্যাখ্যা  প্রয়োজনবোধ করছে না] তবে তার স্ত্রী সুইসাইড করায় যে মানসিক আঘাত পেয়েছিলেম সেটাই এক ভিন্নরূপে মস্তিষ্ক মৃত্যুগন্ধ রূপে আবিভূত হয়েছে হয়তো  • তদুপরি ঐ ব্যতিক্রমী গন্ধ আব্দুল বাসেত সাহেবের নাক হতে মস্তিষ্কে এমনভাব গেঁথে গিয়েছে যেন তিনি মৃত্যু পথযাত্রী কাউকে পর্যবেক্ষন করলে তা পুনরায় অনুলব্ধ হয়; এখানে যিনি মৃত্যু বরণ করবেন তার শরীর হতে যে আলাদা গন্ধ আসছে এমনটা নয় বরং মৃত্যু পথযাত্রী বলে আব্দুল বাসেত সাহেব যাদের স্থির করছেন [পর্যবেক্ষন লব্ধ অনুমান] তখনই মস্তিষ্ক হতে ইলিউশন স্বরূপে জন্ম নেওয়া ডিলিউশান সেই গন্ধ বাসেত সাহেব'কে উপলব্ধি করাচ্ছে মাত্র • এখন একটি প্রশ্নের সূত্রপাত হয় যে তাহলে আব্দুল বাসেত সাহেব যাদের শরীর হতে মৃত্যুগন্ধ পাচ্ছেন বলে ভাবছেন তারা কেন মৃত্যুবরণ করছে? আদতে এটা সময় স্বাপেক্ষ ফ্যাক্ট মাত্র - যদি বলা হয় "অমুক মৃত্যুবরণ করবেন" তবে এটা সত্য যতোক্ষণ না অবধি বলা হচ্ছে যে ঠিক সময় স্থির করা হচ্ছে • উপরন্তু আব্দুল বাসেত সাহেবের পর্যবেক্ষন শক্তি খুবই প্রখর ও যুক্তিনির্ভর [যেহেতু তিনি ফিজিক্সের শিক্ষক তা যুক্তিবাদী মানসিকতা থাকবে এটাই স্বাভাবিক] যা কিনা গল্পে ফ্লোর মোছা / এসিসট্যান্টের ব্যক্তিত্ব / ডাক্তারের ঘড়ি দেখা / টাই আলাগা করা / ডাক্তারের কন্ঠস্বরের পরিবর্তন / ডাক্তার কি কি পরীক্ষা করছেন কেন করছেন কিভাবে করছেন সেটা যাচাই করা ইত্যাদি হতে বোঝা যায়; এই পর্যবেক্ষন হতেই হয়তো তার মৃত্যুবরণ করবেন এমন ব্যক্তির কোনরূপ অবচেতন বৈশিষ্ট্য লক্ষ্য করে থাকেন যা বাহ্যিকভাবে দৃষ্ট না হলেও মস্তিষ্ক কোনরূপ আইডিয়েন্টিফাই করে ঐ গন্ধ উপলব্ধি করায় • আব্দুল বাসেত সাহেব সম্মুখ অতি ধারণা প্রবণ ব্যক্তি যা কিনা ডাক্তার কেমন প্রেসক্রাইব করবেন তা ধারণা করা হয়ে বোঝা যায় •  ডাক্তারের কিভাবে মৃত্যু হবে সেটা তিনি তার ব্যতিক্রমী বৈশিষ্ট্য যেমন অতিরিক্ত কথা বলার ধরণ / টাই আলগা করা / হাপিয়ে ওঠা / বিকৃত হয়ে যাওয়া হাসি / ক্লান্তি / মেজাজের তিরিক্ষি মনোভব ইত্যাদি হতে রিয়েলাইজ করতে পারেন; যদিচ গল্পের শেষে এটার উল্লেখ নেই!

টুইস্ট

হয়তো আব্দুল বাসেত সাহেব মৃত্যুগন্ধ পাচ্ছেন বলে যাদের ধারণা করছেন তাদের তিনিই মত্যু অবধি পৌছে দিচ্ছেন - হসপিটালে পরিচিত থাকার সুযোগ এবং ওয়ার্ডে ঘুরে ফিরে তীব্র পর্যবেক্ষণে মৃত্যুবরণ করবেন এমন ব্যক্তিদের মৃত্যুটা সহজ করে দেওয়ার যৌক্তিক অথচ অমানবিক কাজটি হয়তো তিনি নিজেই করছেন!

অন্যদিকে ডাক্তারের মৃত্যুর সম্ভাবনা প্রেডিক্ট করা যেন সুখী দাম্পত্য জীবনের প্রতি একরূপ আরাধ্য মোহ এবং অপ্রাপ্ত থাকা কন্যা বাৎসল্য [গল্পে বসেত সাহেবের সন্তান থাকা বিষয়টি অনুপস্থিত, তার স্ত্রী মৃত এবং তিনি পুনরায় বিবাহ করেছেন বলে ধারণা করা যায় না] তাকে সুপ্ত সাইকোপ্যাথে পরিণত করেছে কিনা কে জানে?!

জেনে রাখুন

PaGoaL এর রহস্য উন্মোচন আর্টিকেল'গুলি বড়ই বেখাপ্পা ধরনের হতে পারে - এই লেখাগুলি নিয়ে হয়তো বিতর্ক বা সমালোচনা কিংবা কারোর মনে সংশয় থাকবে বা জাগবে এটাই স্বাভাবিক; তদুপরি এটা শুধুই PaGoaL এর উপলব্ধি হওয়া নিতান্তপক্ষে ধারণা বৈকি; ইহার চেয়ে বেশী বলাই বাহুল্য! 

আপনার সুন্দর জীবনের তরে নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো। 

#Query_Keyword: হুমায়ূন আহমেদ , Analysis,রহস্য উন্মোচন : হুমায়ূন আহমেদ এর মৃত্যুগন্ধ! 

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)