টাকার জাদু - টাকার নজরবন্দী শিখে বড়লোক হউন!

PaGoaL
By -
0

টাকার জাদু - টাকার নজরবন্দী শিখে বড়লোক হউন!

টাকার জাদু - টাকার নজরবন্দী শিখে বড়লোক হউন!

প্রারম্ভিকতা

এই পৃথিবীতে জাদু বলতে কিছু নেই - জাদু যা সব আমরা জেনে থাকি তা হয় কোন ট্রিক তথা কৌশল কিংবা অজানা রহস্যের অনাবিষ্কৃত কারণ মাত্র! তথাপি জাদু যেমনই হউক না কেন আদতে তা আমাদের আবিভূত করে কিন্তু ঐ ভাবাবিষ্ট মোহ যদি অন্যের ক্ষতির কারণ হয় তখন হোয়াইট ম্যাজিক কি ব্ল্যাক ম্যাজিক সবটাই হয়ে ডার্ক ম্যাজিক - যা অন্যায় ও সর্বদাই পরিত্যাজ্য বটে!

টাকার জাদু!

যদিও জাদু বলতে কোন অলৌকিকতা নেই তবে মূল্যমানে টাকা এমনই একটা বিষয় যা জাদুর মতোই কাজ করে - তাতে কেউ সুখ কিনতে মরিচিকার পিছে দৌড়ায়, কেউবা আবার টাকার পিছে দৌড়াতে দৌড়াতে সুখ'কেই পিছে ফেলে আসে।

যাই হউক অধিকাংশ জাদুকর বিভিন্ন প্রকার টাকার জাদু দেখিয়ে থাকেন - এটা দেখতে যে অনেকেই ভীড় করে তার ভেতর কিছু অংশ মানুষ হয়তো এমন থাকেন যারা কেবলি "টাকা" বলেই উহার "জাদু" দেখতে আগ্রহী হউন!

তাই জাদুু বা মোহ যেটাই বলা হউক না কেন টাকার এক ভিন্ন আবেশ সম্মোহনী আবেশ আছে সেটা বলা বলা যেতেই পারে!

এমন কোন টাকার জাদু শেখাবে না যা সস্তা হাতসাফাই'তে হাত তালি যোগাবে বরং এমন কিছু জানাবে যা হয়তো আমরা জেনেই জানি না!

টাকার নজরবন্দী

টাকার জাদু বলতে টাকায় নজরবন্দী করা একরূপ সাইকোলজিক্যাল ফ্যাক্ট আলোচনা করবে মাত্র। আমরা সিংহভাগ মানুষেরাই টাকা নামক বস্তুটাকে আমাদের জীবন ধারণ তথা বেঁচে থাকা এবং সুখের এমন একটি উপদান হিসেবে বেছে নিয়েছি যেন উহা বহু আরাধ্য তাইতো যখন কেউ "টাকা" বিষয়ক কথা বলে তখন আমাদের নজর সেই দিকে ঘুরে যায় - আর সেই টাকার সংখ্যাটি যতো বড় হয় ততোই আমাদের নজর ঐ দিকে একরূপ বন্দী হয়ে যায় - এটা সাবকনশিয়াসের একরূপ খেলা যেখানে কনশিয়াস অবরুদ্ধ হয়!

টাকার জাদু - টাকার নজরবন্দী শিখে বড়লোক হউন!


উদাহরণস্বরূপ এখানে কয়েকটি ঘটনা বিবৃত হলো

 • যদি কেউ আপনাকে পাওনা হিসেবে বড় টাকার একটি বান্ডিল গুণতে দেয় এবং আপনি তা গুণে শেষ করেন তবে আপনার ভেতর প্রাপ্তির তরে "অর্জন" বিষয়ক এক রূপ স্যাটিসফেকশান কাজ করে [তা সাবকনশিয়াস ফ্যাক্ট] তাতে ঐ টাকার মাঝে নকল একটি নোট দিলে সেটা কিন্তু আপনি [আপনার কনশিয়াস মাইন্ড] হাইলাইট করতে সক্ষম হন না [এখানে সাবকনশিয়াস কর্তৃক কনশিয়াস অধিগ্রহণে আপনাকে বোকা বনে যেতে হচ্ছে]

 • যদি অনেক টাকার লেনাদেনা হয় তখন অনেকগুলো টাকার বান্ডিল গুণে শেষ করার পর যদি কৌশল করে বড় নোটের বান্ডিলের পরিবর্তে ছোট নোটের বান্ডিল এক্সচেঞ্জ করা হয় তখনও কিন্তু সেটা সচেতন নজরে আসে না [অনেকগুলো টাকা প্রাপ্তির মোহ তখন কি টাকা আর কেমন টাকা সেটার জাস্টিফিকেশান আমাদের মনকে আপাত ভুলিয়ে রাখে] 

 -টাকার প্রতি মোহ আমাদের মানসিকতায় প্রভাব ফেলে তাইতো টাকা হাতে পাওয়ার চেয়ে টাকা পাওয়া যাবে এমন ঘটনা ক্রিয়ায় আমাদের মাঝে পরিবর্তন লক্ষ্যনীয় হয় - ঐ সময়ে আমাদের অবচেতন মন এতোটাই নির্লিপ্ততায় আচ্ছন্ন হয়ে থাকে যে এক্সট্রিম যেকোন কাজ করতে প্রয়াসী হতে পারে

 -টাকা হাতে পাওয়ার পরও আমাদের মানসিকতার পরিবর্তন লক্ষ্যনীয় হয় - তখন আমাদের নিত্য আচরণ তথা নজর বা লক্ষ্য পরিবর্তন হয়ে যায় |

- টাকা এবং টাকা পাওয়ার মোহ কিংবা টাকা প্রাপ্তির পর মানসিকতা সবটাই আমাদের নজরবন্দি করে - ঐ নজরবন্দীতে আমরা যে নিয়ত পরিবর্তিত হয়ে যাই বা হই সেটাই আমাদের নজরে আসে না - এটাই বোধকরি সবচেয়ে জাদুকরী এক নজরবন্দী!

টাকার নজরবন্দী শিখে বড়লোক হউন

নাহ  আপনাকে এটা কখনোই বলবে না ঐরূপ সাইকোলজিক্যাল ফ্যাক্ট এর অপব্যবহার করে আপনি অনৈতিকভাবে ধনী হউন - বরং আপনাকে এটাই সাজেস্ট করবে যে "টাকার নজরবন্দী শিখুন - জানুন - বুঝুন - অতঃপর বড় মানসিকতার একজন মানুষ হউন" এটাই স্বার্থক ও সফল বড়লোক হওয়ার অনন্য উপায়!

তথাপি এটা শুধুই উপদেশমূলক শোনালেও এখানেও শিক্ষণীয় সাবজেক্ট বিদ্যমান - যা হতে দীক্ষা নিয়ে আপনি শুধুই যে বড়লোক (উন্নত মানসিকতার মানুষ) হতে পারবেন এমন নয় বরং সত্যিকার অর্থেই ধণী হতে সক্ষম হবেন!

আসুন এমন কিছু টাকার নজরবন্দী শিখে নেওয়া যাক

 • যখন আপনি টাকা শূন্য তখন আপনার নজরটাকে এমনভাবে বন্দী করেন যেন টাকা উপার্জন কি অর্জনে লক্ষ্য স্থির থাকে 

• যখন আপনার হাতে খুব সমান্য টাকা থাকে তখন অধিক টাকা অর্জনে 

(১) যদি আপনার জ্ঞান ও দক্ষতা দ্বারা সময়, পরিস্থিতি, পরিবেশ, প্রেক্ষাপট স্বাপেক্ষে সম্ভব হয় তবে তা খাঁটিয়ে তথা ইউটিলাইজ করে অধিক টাকা উপার্জনে প্রয়াসী হয়ে পারেন অথবা 

(২) আপনি ঐ টাকা জমিয়ে ভবিষ্যতে ইফেক্টিভ কিছু করার চেষ্টা করতে পারেন 

• টাকার প্রতি আপনার নজর এমনভাবে বন্দী করেন যেন আজ ১০ টাকা অর্জন করলে সেটার প্রতি স্যাটিসফাইড হয়ে নজর আটকে না রেখে আগামীকাল উপার্জন করতে পারবেন এমন ১ টাকা হলেও সেটার প্রতি নজর তথা লক্ষ্য স্থির রাখবেন এমনই দূরদর্শী হতে হবে 

• টাকার  প্রতি মানব মনের মানসিকতা যতোই মোহময় হউক তবে কেবলমাত্র মন [সাবকনশিয়াস] দ্বারা টাকা উপার্জন কিংবা অর্জন করতে পারবেন না বরং আপনাকে মস্তিষ্কের লজিক্যাল সেন্স [কনশিয়াস] ব্যবহার করে টাকা অর্জন করতে সক্ষম হবেন 

• সর্বোপরি আপনাকে আপনার আপন নজরটাকে [লক্ষ্য তথা মানসিকতা স্থিতি] এমনভাবে বন্দি [স্থির] করতে হবে যেন টাকা আপনি ভাগ্যের ভরসায় [অনিশ্চিয়তায়] পাবেন এমনটা আশা না করে উহা'কে অর্জন বা উপার্জন করে নিতে সক্ষম হবেন - এমনটা সুনিশ্চিত হয়!

উপসংহার

টাকার নজরবন্দী হয় এটা যেন সত্য তেমনি আপন নজর'কে যদি উন্নত করতে পারেন তবে টাকায় আপনার হাতে বন্দী হতে বাধ্য - সুতরাং ভাবনাটা টাকাতে নয় আপনার নিজের মস্তিষ্ক আপনার "আপনি" এর ওপর বিন্যস্ত করুন - সফলতা অবশ্যই আসবে।

আপনার সুন্দর জীবনের তরে নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো। 

#Query_Keyword: টাকার নজরবন্দী

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)