মানব মনের রহস্য উন্মোচন!

PaGoaL
By -
0

মানব মনের রহস্য উন্মোচন!

PaGoaL - The Super Psychological Master Mind

নিম্নের Graph (চিত্রলেখ)-টি গভীর চিন্তা-চেতনায় পরিব্যাপ্ত হয়ে লক্ষ্য করুন [এই চিত্র'টি আপাতভাবে আমাদের পূর্ণ মন-মানসিকতা তথা Brain এর ক্রিয়াবিধি এবং প্রকৃতির বহিঃপ্রকাশক]:-

Mind Meter

এখানে সম্পূর্ণ ABCDEFG [একটি সাইন ওয়েভ সূচিত চিত্র] হলো আমাদের গোটা "মন" যেখানে δ=ABC=Unconscious Mind (অচেতন মন), β=CDE=Conscious Mind (সচেতন মন), θ=EFG=Subconscious Mind (অবচেতন মন) এবং ACEG হলো Psychological Indicator (নির্দেশক)। বলা বাহুল্য যে আমাদের মস্তিষ্ক তথা মনের মানচিত্র হুবহু উপরোক্ত চিত্রের ন্যায় ঐরূপ নয় যেন Unconscious এরপর Conscious তারপর Subconscious বরং আরও অধিক বৈচিত্রময় জটিল ও সুন্দর সিস্টেম্যাটিক সিমুউলেশন [রূপক] - তথাপি বোঝার সুবিধার্থে এখানে 2D (দুই মাত্রা) আকারে চিত্রিত হয়েছে মাত্র!

এখন একটি নির্দিষ্ট সময়ে পরিবেশ, পরিস্থিতি ও পারিপ্বার্শিকতা অনুসারে মানব মন যখন যৌক্তিক - বাস্তবানুগ ইত্যাদি [সচেতন মনের বৈশিষ্ট্য] বিকশিত হয় তখন CDE বর্ধিত করতে নির্দেশক ACEG নিম্নগামী হয় তথায় ABC ও EFG ক্ষেত্র হ্রাস পায়; যখন মানব মন অবেগ - বিশ্বাস - ভালোবাসা - ভালোলাগা ইত্যাদি [অবচেতন মনের বৈশিষ্ট্য] বিকশিত হয় তখন EFG বর্ধিত করতে নির্দেশক ACEG উর্দ্ধগামী হয় তথায় CDE ক্ষেত্র হ্রাস পায় এবং খুব সম্ভাবত ABC ক্ষেত্রের কিঞ্চিৎ বৃদ্ধিকরণ ঘটে [এমন বিশেষত্বে এটা নিশ্চয়ই উপলব্ধি করা যায় যে ACEG হয়তো সকল অবস্থানে পূর্ণ সরল রৈখিক নয় বরং AC, CE এবং EG এমন রৈখিক ভগ্নাংশ আকারে উর্দ্ধগামী বা নিম্নগামী হতে পারে]; যখন মানব মনের আপাত অযাচিত ক্রিয়া-কলাপ [অচেতন মনের বৈশিষ্ট্য] বহিঃপ্রকাশিত হয় তখন ABC ক্ষেত্র বর্ধিত করতে CDE ক্ষেত্র হ্রাস পায় এবং EFG ক্ষেত্রের বৃদ্ধি ঘটতে পারে।

যদিওবা উপলব্ধির স্বার্থে রূপক চিত্র তথাপি এটা প্রতীয়মান হয় যে সচেতন মনের বিপরীতে অবচেতন ও অচেতন মন পরস্পর সম্পর্কযুক্ত এবং প্রভাবিত হয় বা হতে পারে।

মানব মনের সুস্থতা [সুস্থতা একটি আপেক্ষিক বিষয় মাত্র] কিংবা সহজাত সামাজিক স্বাভাবিকতায় নির্দেশক ACEG যতোটা চিত্রের ন্যায় মাঝ বরাবর অবস্থান করবে [আপেক্ষিক সাম্যাবস্থা] ততোই ইফেক্টিভ হবে; তথাপি নির্দেশক ACEG - ই হলো মূলত আপনার মনের একটি নির্দিষ্ট সময় ও স্বাপেক্ষ অনুযায়ী ঐ অবস্থার পরম অবস্থান; ACEG এর অবস্থান পরিবর্তনের মাধ্যমে মানব মন তথা হিউম্যান ব্রেইন অর্থাৎ গোটা জীবনের পরিবর্তন [নেগেটিভ-পজেটিভ উভয় দিক] সম্ভবপর!

আপনার সুন্দর জীবনের তরে নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো।

#Query_Keyword: Analysis / Discover

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)