তাবিজ কবজ ব্যবহার : সফলতা লাভে কতোটুকু সহায়ক?

PaGoaL
By -
0

তাবিজ কবজ ব্যবহার : সফলতা লাভে কতোটুকু সহায়ক?

PaGoaL - The Super Psychological Master Mind

প্রারম্ভিকতা

"বিশ্বাসে মিলায় বস্তু - তর্কে বহুদূর" যদিও কথাটা রূপকভাবে এক প্রকার ভাব বাক্য বটে তবে অন্তত আপাতভাবে তাবিজ-কবজের ক্ষেত্রে কথাটা আক্ষরিকভাবেই খুব খাটে!

তাবিজ-কবজ কি?

বস্তুত বিভিন্ন বিশ্বাসের স্বরূপ ভিন্ন ভিন্ন লৌকিক বস্তুকে [যেমন সেটা হতে পারে বিভিন্ন গ্রন্থবাণী বা কোন বিশেষ বাণীর সাংকেতিক রূপ কিংবা কোন পশুর হাড় বা স্বর্ণ-রৌপ্য প্রভৃতি ধাতু অথবা পাথর ইত্যাদি] কোন পুটুলী বা ধাতব মাদুলী ধরনের বিশেষায়িত বিভিন্ন আকার আকৃতির ছোট্ট বাক্সে ধারণ করাকে বোঝায়; এছাড়াও আবরণ ব্যতিরেকে সুতা প্যাচানো, গিট্টু দেওয়া প্রভৃতি নানা ধরণে নানা বরণে তাবিজ-কবজের অবস্থিতি শুধু বাংলাদেশ নয় বরং পৃথিবীর বিভিন্ন দেশেই অতীতে যেমন বিদ্যমান ছিলো, বর্তমানেও আছে এবং খুব সম্ভাবত ভবিষ্যতেও হয়তো থাকবে [কেন থাকবে সেটি পরবর্তী আলোচনার প্যারাগ্রাফে স্পষ্ট হবে]; তবে লক্ষনীয় বিষয় হলো "সুশিক্ষিত - স্বনির্ভর এবং আধুনিকমনা জাতির মাঝে এরূপ তাবিজ-কবচের উপস্থিতি তথা প্রদুর্ভাব বেশ কম"।

তাবিজ-কবজ কেন ব্যবহার করা হয়?

মূলত বিভিন্ন বিশ্বাসের বশীভূত হয়ে অলৌকিকতায় অবরুদ্ধ মানসিকতায় অনেকটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অগত্যা নিরূপায় চিত্ত'তার দরূণ তাবিজ-কবচ ব্যবহার করা হয় অথবা বলা হয় ব্যবহার করতে বাধ্য হয় [কিন্তু এখানে কে কাকে বাধ্য করেছে এমনটা যদি প্রশ্ন হয় তবে কারোর প্রতি আঙ্গুল না তুলেই নিশ্চিতরূপে বলা চলে আপনার সাব-কনশিয়াস কিংবা কদাচিৎ হয়তো আনকনশিয়াস আপনার কনশিয়াস মাইন্ডকে বাধ্য করছে]! এখানে আরেকটি বিশেষ শব্দে ফোকাস করা যায় আর তা হলো " নিরূপায় চিত্ত" বিষয়টি - বস্তুত আমাদের প্রত্যাহিক স্বাভাবিক নিত্যতায় যেসব বিষয়ের সমাধান না মিলে সেইসব বিষয়ে সফল হওয়ার জন্যই অনেকটা নিরপায় চিত্তে অলৌকিকতার আশ্রয় গ্রহন করে আত্ম-স্বান্তনা খোঁজার প্রয়াস মাত্র [কঠিন কথার আড়ালে আসুন সহজ একটি উদহারনে বিষয়টি স্বচ্ছ হওয়া যাক: ধরুন আপনার পানির তৃষ্ণা পেয়েছে তখন কি আপনি হাতে কিংবা কোমড়ে কবজ বাঁধবেন নাকি সোজাসাপ্টা এক গ্লাস পানি পান করবেন? নিশ্চয়ই পানিতে পিপাসা মোটানোই একমাত্র যৌক্তিক উপায় বলে আপনার মনে হবে - অথচ আবার এই আপনারই মনের গহীন কোণায় হয়তো অদ্যবধি ভর করে আছে যে ভূতের ভয় দূর করতে তাবিজ কবজ বড্ড কাজের জিনিস; দোষটা আপনার নয় কেননা শৈশব হতেই যে স্মৃতির বীজ আমাদের ব্রেইনের আনকনশিয়াস সেকশনে গেঁথে দেওয়া হয় বা হয়েছে সেই আগাছা একটা সময় মহিরুহের আকার ধারন করবে এটাই তো সহজাত স্বাভাবিক]!

তাবিজ কবজ ব্যবহার : সফলতা লাভে কতোটুকু সহায়ক?

হুমম...যদি লেখা শুরুর প্রথম লাইনে ফিরে যায় যে "বিশ্বাসে মিলায় বস্তু - তর্কে বহুদূর" তবে অবশ্যই তাবিজ-কবচে কাজ করে যদি আপনি সেটাকে আক্ষরিকভাবেই মনের অন্তঃস্থল হতে বিশ্বাস স্থাপন করতে পারেন [এখানে মনের অন্তঃস্থল বলতে ব্রেইনের সাব-কনশিয়াস ও কনশিয়াস সেকশন'কে ইন্ডিকেট করা হয়েছে]; নচেৎ তাবিজ বিষয়টি অলৌকিক তো নয়ই বরং ব্যাকডেটেড আলখেল্লা ধরণের অহেতুক এক প্রকার সস্তা অলংকার ছাড়া কিছুই নয়!

বিশ্বাসে তাবিজ-কবজের কাজ কেন হয়?

এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে "বিশ্বাসের কারণে কেন তাবিজ-কবজ ক্রিয়াশীল হয়?" আদতে এমনটি হয় প্লাসিবো ইফেক্টের কারণে [নিশ্চিতভাবে এখন অবধি প্লাসিবো ইফেক্টের সবচেয়ে গ্রহণযোগ্য যৌক্তিক ব্যাখ্যা আধুনিক বিজ্ঞান দিতে পেরেছে - যেখানে বলা বাহুল্য যে বিজ্ঞানের কর্ম রহস্যের পেছনের যুক্তি আবিষ্কার করা - কাউকে আঘাত করা নয়; তাইতো বিশ্বাসের দোহায় টেনে সামাজিক কাঠামোতে এখনও হোমিওপ্যাথি টিকে আছে বটে] তবে ঐ প্লাসিবো ইফেক্ট যেমন ক্যান্সার কোষ'কে মনের জোরে আটকাতে পারে না তেমনি তাবিজও আপনাকে রাতারাতি রাজা-বাদশাহ করে দিতে পারবে না; বড়জোর মনের শক্তিকে মোটিভেশানের মতোই ব্রেইন ফ্রিকোয়েন্সিতে তরল হরমোনের তড়িৎ সংকেত হয়তো খানিকটা বিবর্ধিত করবে মাত্র!

তাবিজে বিশ্বাস না করেও কেন তাবিজ ইফেক্টিভ হয়?

এমন অনেক সময়ই দেখা যায় বস্তুত আপনি তাবিজে সন্দিহান বা মোটামুটি বিশ্বাস করেন না আরকি - তবুও ঘটনাক্রমে তাবিজ আপনার ওপর ইফেক্ট সৃষ্টি করেছে; এমনটা কেন হয়?

মূলত "সন্দেহ" অর্থ "বিশ্বাস এবং অবিশ্বাসের মধ্যবর্তী বিভ্রান্তিকর এক লেয়ার বা আবরণ" যা হতে সংকোচ আর সংকোচ হতে ভয় এবং ভয় হতে ভক্তি তথা ক্ষীণ বিশ্বাসের অকারণ উপস্থিতি ঘটে; অপরাপর ব্যক্তিগত বিশ্বাসবোধ, সামাজিক চেতনা, অবৈজ্ঞানিক মানসিকতা, যুক্তিগত বিশ্লেষণের অভাব এবং পারিবারিক শিক্ষায় যে আনকনশিয়াসে গেঁথে আছে সেটার মূল তথা Root আমাদের সাব-কনশিয়াস তথা অবচেতন মনের উৎকৃষ্ট প্রভাবক বটে - তাইতো কনশিয়াসের কোন এক ফাঁকে (লুপ আরকি) তাবিজে অবিশ্বাসী হয়েও হয়তো আপনার নিজের ব্রেইন এক্টিভিটির দরূণ'ই কোন এক কুক্ষণে তাবিজ আপনার ওপর ক্রিয়াশীল হয় বটে - এখানে তাবিজের কারিশমা মোটেই নেই বরং যা ঘটছে সেটা আপনার ব্রেইনের তড়িৎ রাসায়নিক সিগন্যালের অবচেতন বিচ্যুতি মাত্র!

তাবিজে ব্যতীত মনের জোরে অসাধ্য সাধন ক্রিয়া!

হ্যা, এমনটি হতেই পারে; আপনি যেসব মোটিভেশান স্পিচে দৃষ্টান্ত স্বরূপ সফলতার গল্প শুনেন - সেই গল্পের নায়কেরা হাতে মাদুলী বেঁধে অন্ধ বিশ্বাসে ভয় বা ভর করে এতোদূর পৌছায়নি; তারা ঠিকই তাদের মানসিক শক্তিকে কাজে লাগিয়ে সফলতা'টাকে অর্জন করে নিয়েছেন; বিষয়টা একই ধ্রুব সাইকোলজিক্যাল ফ্যাক্ট "মানসিক শক্তি" সেটায় আত্মবিশ্বাসী হলে তাবিজের তদারাকি অন্তত প্রমাণিতভাবেই লাগবে না!

তাবিজ প্রথা কি কভু দূর হবে না?!

হয়তো না....লেখার শুরুতেই বলেছিলাম হয়তো এটা যুগান্তর ব্যাপী বহমান থাকবে; কেননা মানুষ মাত্র শুধুই কনশিয়াস বা কঠিন যুক্তিবাদী প্রাণী নয়- তার ভেতর অনেকটা অংশ রয়েছে বিশ্বাস, ভালোবাসা, আবেগ, ভয়, কৌতূহল আর অবিশ্বাসের সংমিশ্রণ; এই সংমিশ্রণে অবচেতন আর অচেতন মনের ভূমিকা কিছুক্ষেত্রে হয়তো বিড়ম্বনা তৈরী করে বটে তবে সেটার অনুপস্থিতি মানুষকে অযৌক্তিকভাবে নিরেট A.I এর রূপে হয় ক্যালকুলেটর নয় কম্পিউটারে কনভার্ট করবে মাত্র; তাইতো হয়তো একটা সময় হাবিজাবি সংকেতে হাড়ে অংকিত তাবিজ না থেকে ম্যাগনেট তাবিজ বা ইলেকট্রনিক্স তাবিজ এর আবির্ভাব হওয়াটাও অসম্ভব হয়তো হবে না!!!

উপসংহার

তাবিজের তলে আপনার "আপনি" বিসর্জন না দিয়ে মনের ইচ্ছাশক্তির উপর জোর লাগিয়ে সফলতা লাভ করুন - সেই শুভকামনা রইলো।

আপনার সুন্দর জীবনের তরে নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো।

#Query_Keyword: Analysis

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)