আপনি কি সব কিছুতেই ব্যর্থ হচ্ছেন? আসুন ব্যর্থতাকে সফলতায় পরিণত করি!

PaGoaL
By -
0

আপনি কি সব কিছুতেই ব্যর্থ হচ্ছেন? আসুন ব্যর্থতাকে সফলতায় পরিণত করি!

PaGoaL - The Super Psychological Master Mind

ব্যর্থতা অনুসন্ধান

বস্তুত আমরা যখন কোন লক্ষ্যে সফল না হই - তখন ঐ লক্ষ্যের প্রতি একরূপ সুপ্ত ক্ষোভ তথা নেগেটিভ সাইকোলজিক্যাল ইনআরশিয়া তৈরী হয় - এই নেগেটিভ সাইকোলজিক্যাল ইনআরশিয়া এর বহিঃপ্রকাশ ঘটে আমাদের নিত্য চিন্তা চেতনায় হতাশা - ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশন স্বরূপে; তথাপি এমন ব্যার্থতার সর্বোচ্চ অবস্থানে ব্যক্তির কনশিয়াস এবং সাবকনশিয়াসের মধ্যকার ভারসাম্য বিনষ্ট হওয়ায় অনেক সময় আত্মহনন বেছে নেয় [বেছে নিতে বাধ্য হয় আরকি]।

ব্যর্থতা হতে মুক্তিলাভ

আপনি যদি এই ব্যর্থতার দুষ্ট গোলকধাঁধা হতে মুক্তি পেতে চান তবে সর্বাগ্রে আপনার মেন্টালিটি তথা মানসিকতার পরিবর্তন [ডেভেলপমেন্ট] করতে হবে; এই মানসিকতার উন্নয়নে এমনভাবে ভাবুন যেন "যেকোন বিষয়ে একদম শুরুতেই সফলতা লাভ আহামরি কোন ফ্যাক্ট নয় - বরং আপনি যে বারবার হারছেন এবং সেই হারের শিক্ষা নিয়ে সম্মুখে আরও উৎকৃষ্ট প্রচেষ্টায় প্রয়াসী হচ্ছেন এটাই গর্ব করার মতো ফ্যাক্ট"] >>> ইতিপূর্বে আপনি যখন - যেমন আর যেভাবে ব্যর্থ হয়েছেন সেইসব ঘটনাগুলি নিজে নিজে বিশ্লেষণ করুন এবং " কেন ব্যর্থ হতে হয়েছে" তার কারণসমূহ খুঁজে বের করুন; ঐ কারণগুলো যথাযথভাবে যুক্তির মাধ্যমে আপনার লাইফের পরবর্তী পদক্ষেপ গ্রহনে কার্যত ইউটিলাইজেশন সুনিশ্চিত করুন [কনশিয়াস স্টেপমেন্ট] >>> সর্বোপরি আপনাকে সর্বদাই " হেরে গেলেও হার না মানার মানসিকতা" পোষণ করতে হবে - তাতে আপনার সাবকনশিয়াসের অবচেতন ফাংশনাল এক্টিভিটি যেন ইচ্ছাশক্তির জাগরণে আপনাকে অনুপ্রাণিত করার অবকাশ লাভ করে [সাবকনশিয়াস স্টেপমেন্ট] >>> এখন যদি [রিপিট: যদি] আপনার লাইফের এমন অবস্থিতির উদ্ভব হয় তাতে কনশিয়াস ও সাবকনশিয়াসের মধ্যকার ভারসাম্যের পরস্পর বৈপরীত্যের উদ্ভব হয় তাহলে সর্বপ্রথম কর্তব্য এটাই হবে যেন "সাবকনশিয়াস বা মনের কথাটিকে যুক্তি ফিল্টারে ছেকে নিয়ে এক পরিশ্রুত সিদ্ধান্তে পৌছাতে পারেন - সেথায় কনফিউশানের অবকাশ থাকা চলবে না"।

উপদেশ

ব্যর্থতা আছে বলেই হয়তো সফলতায় এতো আনন্দ আর কতো সুখ - তাই ব্যর্থ হলে মন খারাপ করে গোমড়ামুখে থাকার কোন কারন নেই [অন্তত মন খারাপ করে হতাশ হওয়াতে কোন সমাধান মিলবে না] তদুপরি সাবকনশিয়াসের আপন ইচ্ছাশক্তির স্পার্কে জ্বলে ওঠা সাইকোলজিক্যাল শক্তির মাধ্যমে প্রাপ্ত মোমেন্টাম'কে কনশিয়াসের যুক্তি দ্বারা তরান্বিত করতে পারলেও সফলতা আপনার পায়ে চুমি দিতে বাধ্য!

আপনার সুন্দর জীবনের তরে নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো।

#Query_Keyword: Analysis / Solution

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)