ফেসবুকে কে কে আপনার প্রোফাইল দেখলো? আপনার ফেসবুুক প্রোফাইলে ক্যামেরা লাগান!

PaGoaL
By -
0

ফেসবুকে কে কে আপনার প্রোফাইল দেখলো? আপনার ফেসবুুক প্রোফাইলে ক্যামেরা লাগান!

ফেসবুকে কে কে আপনার প্রোফাইল দেখলো? আপনার ফেসবুুক প্রোফাইলে ক্যামেরা লাগান!

ফেসবুক ক্যামেরা

সাধারণত ফেসবুক এর কাস্টম CMS প্রক্রিয়ায় এখনো কে কে আপনার প্রোফাইল বা পেইজ ভিজিট করলো এটা দেখা যায় না কিংবা সাধারণ ভিডিও এর ক্ষেত্রে যেমন কতোবার দেখা হয়েছে সেই শো-কাউন্ট জানা যায় না; PaGoaL তার PaGoaL Idea হতে এমন বিষয় সমূহের অবতারণা করবে যা নিত্য নতুন আইডিয়া৷ আপনাকে উপহার দিবে - আপনু চাইলে সম্পূর্ণ Copyright ব্যতীত ঐসব আইডিয়া কাজে লাগিয়ে সফল প্রজেক্টের অবতারণা করতে পারবেন [অবশ্যই PaGoaL এর ক্রেডিট উল্লেখপূর্বক]। PaGoaL আজ এমনি এক আইডিয়া দিবে যাতে ফেসবুকে কে কে আপনার প্রোফাইল দেখলো বা কতোবার দেখা হয়েছে সেটা সুনিশ্চিত করবে।

ফেসবুক ক্যামেরা কৌশল

আপনি এমন একটি সিস্টেম তৈরী করতে পারেন যা হবে "লিংক শর্টনার" যেখানে Facebook এর প্রোফাইল বা পেইজ লিংক শর্ট করা যাবে [অবশ্য Facebook এর ডোমোইন নেইম এর সাথে সম্পর্কিত হলে ভালো হয় যেমন Facbook এর শর্ট ফরম Fb; তথাপি ফেসবুক পলিসি হতে Domain নির্বাচনের ক্ষেত্রে শর্তাবলী জেনে নিবেন] যেন অন্যরা তাতে তাদের প্রোফাইল ও পেইজ এর লিংক কনভার্ট করে নেয় [তবে প্রশ্ন হতে পারে অন্যরা কেন আপনার এই সিস্টেমে তাদের লিংক কনভার্ট করবেন? এখানেই আপনাকে একটু বুদ্ধির সঞ্চারণ ঘটাতে হবে - অন্যরা এই সিস্টেম ব্যবহার করলে তারা কি কি সুবিধা পাবে সেটি অবগত করতে হবে কেননা "তখনই আপনি সফল হবেন যখন অন্যরা আপনার নিকট হতে এমন কিছু পাবেন যাতে স্বার্থকতা অর্জন হয়" সুতরাং আপনাকে সবাইকে বোঝাতে হবে আপনার সিস্টেমের সুবিধা সমূহ যেমন তাদের প্রোফাইল বা পেইজ কতোজন ভিজিট করলো সেটা জানতে পারবেন, তাদের প্রোফাইল বা পেইজ কে কে ভিজিট করলো সেটা জানতে পারবে, এমনকি আপনি একটি QR সিস্টেম সংযুক্ত করতে পারেন যাতে লিংকের বিপরীতে তাদের প্রোফাইল ও পেইজের QR কোড ডিজিটাল সাইন তথা ডিজিটাল আইডিয়েন্টি (Digital ID) তৈরী করবে ইত্যাদি]।  তবে যখন কোন একটি লিংকে কেউ ক্লিক করেন তখন শুধুমাত্র তার IP এড্রেস,  আইপি লোকেশন, ডেট, ব্রাউজার আইডিয়েন্টিফিকেশন ইত্যাদি ডাটা'সমূহ সার্ভারে রক্ষিত হয় - নিশ্চয়ই তার ফেসবুক আইডির নাম নয় তাই আপনার ঐ সিস্টেম এমন অপশন রাখতে হবে যেন কেউ তাদের ফেসবুক আইডি হতে অথবা একই ফেসবুক আইডির নেইম বা পেইজের নেম উল্লেখপূর্বক Sign Up করতে পারেন এবং কেউ কারোর লিংক ক্লিক করলে কে করলো সেটা আইডিয়েন্টিফাইড হয়!

ফেসবুক ক্যামেরা ইফেক্টিভিটি

তদুপরি আপনি চাইলে ব্যক্তি বা প্রতিষ্ঠান যাচাই পূর্বক আপনার সিস্টেম হতে ফেসবুকের কোন প্রোফাইল বা পেইজকে ভেরিফাইড করতে পারেন [যেহেতু একটি ভেরিফাইড টিক আমাদের অনেকেরই কাম্য আরধ্য এবং তা ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেজিট আইডিয়েন্টিফিকেশন বহন করে]। 

এছাড়াও আপনি চাইলে আপনার ঐ সিস্টেম হতে ফেসবুকের অন্যান্য সেবা যেমন Facebook পেইজ প্রমোটিং বা বুস্টিং ইত্যাদি দ্বারা আর্নিং এর উপায় পেতে পারেন - যেহেতু ফেসবুকের সহিত সম্পর্কিত তাই নিশ্চিতভাবে এটা খুবই ইফেক্টিভ হবে; এছাড়াও আপনার সিস্টেমের ওয়েবসাইটে সাব ডোমেইন যুক্ত করে Blog তৈরী করতে পারেন তাতে Advertisement যেমন Google Adsense হতে ইনকাম করতে পারেন; ট্রাফিকের ক্ষেত্রে হয়তো ভোগান্তি হবে না কেননা ফেসবুক হতেই একটা সোস্যাল ভিজিটর পেয়ে যাবেন বটে!

উপরোক্ত বিষয়টি একটি হাইপোথিসিস যা আপনি চাইলে কোডিং বা CMS যেমন যেমন Wordpress ও Plugin ব্যবহার করতে পারেন।

আপনার জন্য নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো।

#Query_Keyword: Idea

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)