শুভকামনা : শুভকামনায় সত্যিই কি শুভ হয় নাকি কুসংস্কার?!

PaGoaL
By -
0
শুভকামনা : শুভকামনায় সত্যিই কি শুভ হয় নাকি কুসংস্কার?!
PaGoaL - The Super Psychological Master Mind

প্রারম্ভিকতা

যদি এমনভাবে বলতাম যে "শুভকামনা : কতোটুকু সত্য আর কতোটুকু মিথ্যা?" তাহলে হয়তো মনে হতে পারতো যে শুভকামনা বিষয়টি নিদেনপক্ষে সাম্যক হলেও হয়তো সত্য; অথচ "শুভকামনা বিষয়টি যে ক্রিয়াশীলতায় অকার্যকর" - এই সত্যটা অসুন্দর মনে হওয়ায় আমাদের মন তথা ব্রেইন সহজাতভাবেই এড়িয়ে চলতেই স্বাচ্ছন্দ্যবোধ করে; কেননা এই "অসত্য" বাক্যটিতে শুধুমাত্র মানসিক স্যাটিসফেকশান নয় বরং অনেক বদ্ধমূল বিশ্বাসের স্বকীয়তা বজায় রাখে; বোধকরি ঐসকল বিশ্বাসসমূহের অনেকখানি যে আদতে কুসংস্কার সেটা আমাদের ব্রেইন (কনশিয়াস মাইন্ড) জ্ঞাত থাকলেও আমাদের মন (ব্রেইনের সাব-কনশিয়াস অংশ) সেটা অস্বীকার করতেই পরম সুখের আস্বাদন লাভ করে; তদুপরি শৈশব হতেই সামাজিকতার লৌকিকতায় "ঐ সুন্দর অথচ অসত্য" বাক্যখানি আনকনশিয়াস মাইন্ডে গেঁথে দেওয়া হয়!

শুভকামনা কি?

সোজাকথায় বলা চলে "শুভকামনা" হলো অন্যের জন্য 'শুভ' বা 'ভালো' কামনা- কিন্তু সেই শুভকামনার ফলে আদতে অন্যের ভালো হচ্ছে কিনা বা অন্যের ভালো হওয়ার জন্য এরূপ কামনা কতোটুকু ক্রিয়াশীল সেটাই মুখ্য আলোচ্য বিষয়; বিভিন্ন বিশ্বাসের ভিন্ন ভিন্ন রং ঢং আর নামে এই শুভকামনা হয় দোয়া, আশীর্বাদ ইত্যাদি স্বরূপে - শব্দের ভিন্নতা থাকলেও মূল মর্মকথা ঐ একই!

শুভকামনা করলে কি হয়?

শুভকামনা করলে কি হয় কিংবা কি না হয় সেটার প্রমাণিত তথ্য বা উপাত্ত যদিচ অনুপস্থিত তথাপি একটি রিভার্স সাইকোলজিক্যাল পরীক্ষার মাধ্যমে আমরা সহজেই বিষয়টি উপলব্ধি করতে পারি:-

মনে করুন "আপনার চিরশত্রু কোন ব্যক্তি আপনার চোখের সামনে দিয়ে হেটে যাচ্ছে অথচ আপনি তাকে সরাসরি কিছুই বলতে বা করতে পারছেন না - তখন আপনি হয় তাকে আপন মনে গালাগাল করবেন নতুবা অভিসম্পাত দিবেন" এটাই তো স্বভাবিক (আপন মনের ক্ষোভ মেটাতে একরূপ অত্মপ্রবোধ'মূলক বাসনা) - যদিচ এটা 'শুভকামনার' বিপরীত 'অশুভকামনা'; তবে আপনার ঐ অশুভকামনায় ব্যক্তিটির যে ক্ষতি হবেই এরূপ কোন যুক্তি (Logic) বা প্রমানিত তত্ত্ব (Proven Theory) কিন্তু অনুপস্থিত; এখন যদি সত্যিই ব্যক্তিটি আপনার ঐরূপ অশুভকামনা করার পরবর্তী তাৎক্ষণিক মুহূর্তে বিপদে পতিত হয় তবে আপনি মনে মনে বেজায় খুশী হতে পারেন বটে - তথাপি এটা কাকতালীয় ভিন্ন অন্য কিছুই নয় (তাইতো কথায় বলে "শকুনের দোয়ায় গরু মরে না)!

যদি অশুভকামনা বিষয়টি মিথ্যা প্রতীয়মান হয় তবে শুভকামনা বিষয়টিও যে অসত্য হয়ে যাবে এটা Relative Truth বা তুলনামূলক সত্য; সুতরাং শুভকামনা করলে যে যার জন্য শুভকামনা করা হলো (শুভাকাঙ্ক্ষী) তার যে শুভ তথা ভালো হবে এমনটার কোন ভিত্তি নেই!

শুভকামনার ফলাফল সত্যিই কি শূন্য?!

নাহ, শুভকামনা করলে যে একদমই কিছু হয়না এমনটা নয় - বরং মানুষ প্রতিক্রিয়াশীল প্রাণী হওয়ায় কিছুটা হলেও ইফেক্টিভিটি বিদ্যমান; তবে ঐ ইফেক্ট যে শুভকামনার "শুভ বাক্য" এর গুণে হয় এমনটা নয় স্রেফ বাক্যগুণে হয়ে থাকে।

আসুন রিভার্সলি ডিসকাস করা যাক

ধরুন চলতি পথে আপনি আপনার পরম শত্রুর জন্য অশুভকামনা করলেন এবং কোনভাবে উহা তার কান অবধি পৌছালো - এক্ষণে যদি হঠাৎ একটি এক্সিডেন্ট হয় তবে আপনি যার জন্য অশুভকামনা করলেন তিনি হয়তো ভাবতেই পারেন "আপনার অশুভকামনা এর জন্যই তার অশুভ হয়েছে" - ততক্ষণে এক্সিডেন্ট ঘটনা শুনে আপনি মনে মনে আত্মতৃপ্তিতে পেলেন এবং ভাবলেন যে আপনার মুখের বিষে তার জীবনে বিষাদ নেমেছে [এখানে লক্ষনীয় বিষয় হলো যে আপনার অশুভকামনায় কাকতালীয় দূর্ঘটনা যেমন অপরের মনে বিশ্বাসের সঞ্চার ঘটাতে পারে তেমনি আপনার মনেও ডিলিউসন জাগ্রত করতে পারে]; অশুভকামনার বিপরীতে উপরোক্ত উদাহরণে যদি শুভকামনা করা হয় এবং তাতে কোন শুভজনক ক্রিয়া ঘটে তবুও ঐরূপ একই ইফেক্টিভিটি হতে পারে।

যখন আপনি কারোর জন্য শুভকামনা করছেন তখন (১) আপনার নিজের মন তথা ব্রেইনে ভালো অনুভূতি সৃষ্টি হচ্ছে (২) অপরাপর ঐ ব্যক্তিটির মনেও একরূপ উৎসাহব্যঞ্জক ভালো লাগার অনুভূতি তৈরী হতে পারে; এক্ষেত্রে এই পজেটিভ (শুভ অর্থে) ইনআরশিয়া হয়তো ব্রেইন সিগন্যালের তরল হরমোনোর স্রেতো ভালোলাগার অনুভূতিতে কোন ভালো কিছু হতেই পারে....তদুপরি এই শুভকামনা এর বাক্যটি ব্যক্তি নির্ভর স্পেসিফিকেশনে নিবদ্ধ বটে [যেমন ধরুন প্রতিটি লেখার শেষে বলা "আপনার সুন্দর জীবনের জন্য শুভকামনা রইলো" কথাটি যদি আমার মুখ নিঃসৃত না হয়ে আপনার পরম প্রিয়জন কিংবা আকাঙ্খিত ব্যক্তির মুখ হতে শুনতেন তবে আপনি অধিক মোটিভেট হতেন - তাইতো আজও ফটোগ্রাফির যুগে অটোগ্রাফের সিগনেচারের পূর্বে দুই এক লাইনের "শুভ কথা" আপনার জন্য পরম আরাধ্য হয় যদিও আপনি অন্যের উপদেশে বড্ড বিরক্ত হউন]।

অশুভকামনায় অশুভ হয় নাকি?

যখনই শুভকামনার প্রসংগ আসলো তখনি বিপরীতে অশুভকামনা তথা বদদোয়া/অভিসম্পাত ইত্যাদি বিষয়টি আলোচনায় চলেই আসে - সত্যিই কি অশুভকামনায় অশুভ হয়?

হুমম...হতে পারে কেননা যখন কেউ আপনার জন্য অশুভকামনা করছে এবং সেটি যদি আপনার কান অবধি পৌছে তখন আপনার ভেতর অভিমান/রাগ/খারাপ লাগার মতো নেগেটিভ (অশুভ অর্থে) ইনআরশিয়া তৈরী হবে; ফলে এক প্রকার ভীতির সঞ্চারণে অনিয়ত দূর্ঘটনা বা খারাপ কিছু ঘটতেই পারে [খেয়াল করুন এখানে কিন্তু অশুভ বাক্যের জন্য খারাপ কিছু হচ্ছে না বরং ঐ অশুভ বাক্য'তে আপনি তথা আপনার ব্রেইন ট্রিগার হচ্ছে বলেই খারাপ কিছু ঘটছে]। অপরাপর অশুভকামনায় যতোটা ক্ষতি যার জন্য অশুভ কামনা করা হচ্ছে তার না হয়ে উল্টো আপনি নিজেই হয়তো প্রভাবিত হতে পারেন [যখন আপনি কারোর জন্য অশুভকামনা করবেন তখন তখন নিশ্চিতভাবে আপনার মনে খারাপ অনুভূতি তৈরী হবে যা মানসিকভাবে আপনাকে অসুস্থ করে তুলতে পারে - তাইতো দেখবেন যারা অভিসম্পাতে অভ্যস্ত তারা কথায় কথায় অভিশাপ দেয়/ যাদের গালমন্দ স্বভাব তারা কথায় কথায় গালাগালি টানে]। অন্যদিকে বিষয়টি আবার একরূপ ভালোও বটে [আপনার হয়তো কারোর উপর রাগ আছে - সেটা আপন মনে পুষে না রেখে দু একটা মন্দ বাক্যে যদি নিজের মনটাকে আত্মপ্রবোধে রিফ্রেশড হয় তবে ভালোই তো; অন্ততপক্ষে চাপা অভিমান হতে মনটাকে হালকা করে দেওয়ায় অধিক শ্রেয়তর উপায় বটে]।

শুভকামনা নাকি অশুভকামনা কোনটা করবেন?

মূলত সামাজিকতার লৌকিকতায় কারোর প্রতি আপনার মনে শুভকামনা জাগবে এটা যেমন স্বাভাবিক আবার কারোর প্রতি নিভৃত ক্ষোভে খারাপ লাগার অনুভূতিতে অশুভকামনা জাগ্রত হবে এটাও স্বাভাবিক - তাইবলে আপনার শুভকামনা কি অভিসম্পাতে ভালো/মন্দ হয়ে যাবে এরূপ অন্ধবিশ্বাসটুকুই কেবল ভালো নয়; তদুপরি সবার জন্য শুভকামনা জাগ্রত হওয়ায় তো মানসিকভাবে শুভ লক্ষণ কেননা আপনি যখন অন্যের ভালো কামনা করছেন তখন আপনার নিজের মন'টাতেই পক্ষান্তরে ভালো অনুভূতি তৈরী হবে মাত্র! অপরদিকে মানসিক প্রতিক্রিয়া আপনার আপন স্বার্থেই অশুভকামনা (অভিসম্পাত বা বদ-দোয়া ইত্যাদি) হতে বিরত থাকা যেমন উচিত - তেমনি কারোর এরূপ ভ্রান্ত কু-কামনায় অযৌক্তিক ভয় না পাওয়াটাই কাম্য বটে!

উপসংহার

শুভকামনার ফলাফল সত্য হউক কিংবা শূন্য হউক আদতে শুভকামনা আপনার মন'কে যেমন সত্যি সত্যিই নির্লিপ্ত শুভ ভাবনায় আবিষ্ট করে রাখে তেমনি অন্যের জন্যও শুভকামনা উক্ত ব্যক্তির হৃদয়'কে সুন্দর মোহে প্রচ্ছন্ন করে রাখতে সক্ষম।

আপনার সুন্দর জীবনের তরে নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো।

#Query_Keyword: Analysis

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)