বিনা টাকা খরচ করে টাকার মাধ্যমে মার্কেটিং!

PaGoaL
By -
0

বিনা টাকা খরচ করে টাকার মাধ্যমে মার্কেটিং

PaGoaL - The Super Psychological Master Mind

প্রারম্ভিকতা

"বিনা টাকা খরচ করে টাকার মাধ্যমে মার্কেটিং" কথাটা শুনতে একটু জটিল মনে হলেও আদতে এটা কিন্তু জোশ একটা আইডিয়া বটে - তবে যতোই জোশ আইডিয়া হউক না কেন এটা কখনোই স্বাগত জানানোর মতো নয় অন্তত; বলতে পারেন অনেকটা ব্ল্যাক হ্যাট টাইপের মাইন্ড হ্যাকিং আরকি [যারা কিনা কালো টুপিতে আপন মাথা ঢেকে অন্যের ব্রেইনে ভয়ংকর বিস্তরণ ঘটায়] - সুতরাং সর্বাগ্রেই PaGoaL জানিয়ে রাখছে যে "এটা শুধুমাত্র একটি আইডিয়া হিসেবে জানানো হলো - ইউটিলাইজ করতে মোটেই উৎসাহিত করছে না"।

বিনা খরচে টাকার মার্কেটিং

আমরা সবাই টাকা চিনি এবং টাকা এমনই এক বিনিময় বস্তু যেটা কিনা অন্তত কারোর নিকটই অপছন্দনীয় তো নয়'ই বটেই বরং বহু আরাধ্য ও কাম্য বটে; তো এই সার্বজনীন প্রচলিত টাকা নামক বস্তুটাকে আমরা চাইলেই একটা 'মিডিয়াম' তথা 'মাধ্যম' হিসেবে বেছে নিতে পারি - যেহেতু টাকা সকলের নিকট গ্রহনযোগ্য এবং একটি টাকা [১ টাকা নয় বরং ১টি যেকোন টাকার নোট] বহু মানুষের হাত ঘুরবে [একটি নোট মুদ্রনের পর ব্যাংক হতে সার্ভ করার পর ঠিক কতোজনের হাত ঘুরে ব্যবহার অযোগ্য হওয়ার পর তা আবার পুনরায় ব্যাংকে ফেরত যাবে তা সংখ্যাগতভাবে স্পষ্ট করে বলা নিশ্চিত নয় - তথাপি একটি নোট যে বহুজনের নিকট হাত বদল হবে সেটা সুনিশ্চিত]। আপনি এমন একটি টাকা বেছে নিন যেটা বেশ চকচকে নতুন [চকচকে নতুন নোট প্রেফার কারন এই যে কেউ নতুন নোট হাতে পেলে সেটা একটু বেশী সময় নিয়েই ধরে দেখে - তাতে সেই নোট পকেট বা মানিব্যাগ কিংবা ভ্যানিটি ব্যাগে ঢোকার আগে যতোক্ষন হাতে থাকবে সেটাই আপনার মার্কেটিং পিরিয়ড]; এখন ঐ নোটে লাল কালিতে [লাল কালার প্রেফার করার কারন তা যেন হাইলাইটেড হয়] আপনার ওয়েবসাইট বা ফেসবুক পেইজ বা এমন কিছু যা আপনি মার্কেটিং করতে চাচ্ছেন তা ট্রিকলি উপস্থাপন করুন [এমন ট্রিক বা স্ট্যাটেজি যেন তাতে সবাই আকর্ষিত হয়ে ভালো করে পরখ করে দেখে যেমন আপনি আরবিতে কিছু লিখে নিচে মার্কেটিং করা সাবজেক্ট'টি উপস্থাপন করুন - তাতে আরবি লেখার প্রতি আমাদের আবেগ থাকায় নিচের মার্কেটিং সাবজেক্ট'টিও দৃষ্টিগোচর হবে ফলে তা দৃষ্টিগ্রাহ্যতা পাবে]। এক্ষেত্রে যতোটা সম্ভব ছোট আকারে লেখা উচিত কেননা একটি নোটে যতো বেশী দাগাবেন না আঁকাবেন অথবা লিখবেন ততোই অন্যজনের নিকট তা গ্রহন করতে অনীহা প্রকাশ পেতে পারে। আপনি কোন নোট আর কেমন নোট বাছাই করবেন এটা আপনার বিষয় তবে যতো নিম্ন মূল্যমানের নোট [টাকার পরিমাণের দিক থেকে যেমন ২ টাকা / ৫ টাকা / ১০ টাকা / ২০ টাকা / ৫০ টাকা ইত্যাদি] ব্যবহার করবেন ততো বেশী তা হাত বদল হবে এবং মার্কেটিং বিস্তরন ঘটবে; অন্যদিকে বড় অংকের নোট সবাই মনোযোগী হয়ে যাচাই করার নিমিত্তে দৃষ্টিপাত করলেও লেখা টাকা বিবেচনায় তা অগ্রহণযোগ্য হতে পারে আবার বড় নোট [টাকার অংকের দিক থেকে] সিংহভাগ সময় জমানো তথা সংরক্ষিত থাকায় তাতে মার্কেটিং পিরিয়ড সংকীর্ণ হয়ে যাবে।

লক্ষ্য করুন এখানে কিন্তু আপনি টাকা [টাকার নোট] দিয়েই মার্কেটিং করছেন কিন্তু টাকা খরচ হচ্ছে না - তাইতো বলা হয়েছিলো টাকা দিয়ে বিনামূল্যে মার্কেটিং!

উপসংহার

আবারো জানিয়ে রাখি টাকাতে অংকন বা লেখা কিন্তু আইনত অপরাধ তাই এমনটা না করায় উত্তম - তথাপি PaGoaL শুধুমাত্র আপনার সহিত একটি দুষ্টু মিষ্টি আইডিয়া শেয়ার করলো মাত্র!

আপনার সুন্দর জীবনের তরে নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো।

#Query_Keyword: Idea

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)