রুকাইয়া ও প্লাসিবো ইফেক্ট : বাইনোরাল বিটসে অলৌকিকতা সাধন!

PaGoaL
By -
0

রুকাইয়া ও প্লাসিবো ইফেক্ট : বাইনোরাল বিটসে অলৌকিকতা সাধন!

PaGoaL - The Super Psychological Master Mind

প্রারম্ভিকতা

নাহ, বিষয়টা মোটেও কোন ধর্মের উপেক্ষা বা অবজ্ঞা বা ব্যাঙ্গ করতে অবতারণা করা হয়নি বরং ধর্মীয় দৃষ্টিকোণ ব্যতিরেকেই মুক্ত দৃষ্টিকোণ হতে যৌক্তিক বিবেচনার মাধ্যমে আলোচনার প্রয়াস মাত্র!

রুকাইয়া এবং বাইনোরাল বিটস

আপনি নিশ্চয়ই রুকাইয়া সম্পর্কে জেনে থাকবেন যা মূলত ইসলাম ধর্মে ঝাড়ফুঁকের ন্যায় কুরআনের কিছু আয়াতকে একটি নির্ধারিত ধারাবাহিকতায় নির্দিষ্ট টোনে [কখনো জোরো বা কখনো আস্তে - ব্যক্তিভেদে উচ্চারণের টোন ও ভয়েজ বিভিন্নতায়) উচ্চারণ করা হয় তাতে পেশেন্ট [যাকে রুকাইয়া করা হচ্ছে বা হবে] আরোগ্য লাভ করেন বা সুস্থ হউন কিংবা সফলতা লাভ করেন।

আসলে এখানে মূলত ঐসব আয়াত এর প্রতি ব্যক্তির শ্রদ্ধা ও সম্মানে সৃষ্ট একরূপ বিশ্বাসবোধে জাগ্রত চেতনা [এটি হয় কনশিয়াস'লি সাবকনশিয়াস ও কিঞ্চিৎ অনকশিয়াস ধারণা কর্তৃক ধ্যান এর মতোই মস্তিষ্ক'কে উদ্দীপ্ত করতে বিভিন্ন ইলেকট্রিক ইম্পালসে ব্রেইন ওয়্যেভ] যা একটি নির্দিষ্ট প্রেক্ষাপট [ঘটন বা ঘটনা] বিবেচনায় ক্রিয়াশীল হয়; আদতে একই ক্রিয়া হতে পারে বাইনোরাল বিটসের মাধ্যমে মস্তিষ্কে ব্রেইন ওয়্যেভ সৃষ্টির মাধ্যমে - তা অনুরূপ মিউজিক যেমন স্লো মিউজিক / হ্যাভিমেটার গান / নীরব শান্ত নিবিড় শীতলতা ছড়ায় এমন গান / কোন আবৃত্তি বা যেকোন বাইনোরাল বিটসের মিউজিক!

উপসংহার

ধর্মীয় চেতনার বাইরে আপনার চোখের যদি দৃষ্টি প্রসারণ করেন ও দৃষ্টিকোণ পরিবর্তনে আপনার আপনি এর উৎকর্ষতা সাধনে নিজেকে ডেভোলপ করেন তবে আপনি সফলকাম হবেন - সেই শুভকামনা রইলো।

আপনার সুন্দর জীবনের তরে নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো।

#Query_Keyword: Analysis / Solution

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)