জিন্মি উদ্ধারে ডেলটা ফোর্স (Delta Force) এখন ইসরাইলে

PaGoal
By -
0

 জিন্মি উদ্ধারে পারদর্শী Delta Force ইসরাইলে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র...






জিন্মি উদ্ধারে ও শহরের যুদ্ধে বিশেষভাবে পারদর্শী স্পেশাল অপারেশন ফোর্স Delta Force কে ইসরাইলে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত ফিলিস্তিনের যোদ্ধাদের হাতে আটকে থাকা ২২০ এর অধিক ইসরাইলি কে কিভাবে বন্দী দশা থেকে মুক্ত করা যায় এবং শহরের যুদ্ধে কি করে টিকে থাকতে হয় ও যুদ্ধ করে যেতে হয় এইসব বিষয়ে ইসরাইলের সেনাদের কে প্রশিক্ষণ দিতেই যুক্তরাষ্ট্র স্পেশাল অপারেশন ফোর্স Delta Force কে পাঠিয়েছে।


Delta Foce মূলত Green Barret এর মতোই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি বিশেষায়িত বাহিনী।

তবে ডেল্টা ফোর্স ও গ্রীন বেরেটের অপারেশন ভিন্ন ধরনের হয়ে থাকে।

বেশিরভাগ সময়ে যুক্তরাষ্ট্র শহরের যুদ্ধে জটিল পরিস্থিতি তে এদের ব‍্যবহার করে। 

তাছাড়া দুনিয়ার যে কয়টি বিশেষ বাহিনী শহরে যুদ্ধ পরিচালনা করতে বিশেষভাবে প্রশিক্ষিত তাদের মধ‍্যে ডেল্টা ফোর্স অন‍্যতম।

মূলত ইরাক ও আফগানিস্তান যুদ্ধে অংশ নেয়া সরাসরি যুদ্ধ পরিচালনার অভিজ্ঞতা আছে এমন সেনাদের ইসরাইলের সহয়তার জন‍্য পাঠানো হয়েছে।



অন‍্যদিকে ইরানের স্পেশাল ফোর্স ইমাম হোসাইন ব্রিগেড ফিলিস্তিনের যোদ্ধাদের সহয়তা করতে লেবাননে পৌছেছে।

তবে ইরানের এই ইমাম হোসাইন ব্রিগেড আদৌতে কোন ইরানের সামরিক বাহিনীর কোন স্পেশাল অপারেশন ফোর্স নয়।


অনেকটা ইরানের কুদস ফোর্সের মতোই মিত্র দেশ বা গোষ্ঠী কে সহয়তার জন‍্য ইরান এদের ব‍্যবহার করে।

তবে ধারনা করা হয় ইরানের সামরিক বাহিনীর কোন অংশ না হয়েও ইরানের সরাসরি মদদে পরিচালিত হয় এই ইমাম হোসাইন ব্রিগেড।

ইমাম হোসাইন ব্রিগেড কে সরাসরি অস্ত্র ও অর্থ সহয়তা করে ইরান।


বিদেশের মাটিতে ইরানের স্বার্থ আদায়ে বরাবরই তৎপর এই ইমাম হোসাইন ব্রিগেড।

সর্বশেষ সিরিয়ার আসাদ সরকারের পক্ষ হয়ে হিজবুল্লাহ এবং ইমাম হোসাইন ব্রিগেডের সদস‍্যরা সিরিয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করেছিল।




তবে এটাও ঠিক হয়তো কোন একদিন যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স ও ইরানি স্পেশাল ফোর্সের মধ‍্যে সরাসরি যুদ্ধ হয়ে যেতে পারে।

যেটা হয়তো বিশ্বের কেউই জানবে না।

কেননা স্পেশাল ফোর্স বনাম অন‍্য আরেকটা স্পেশাল ফোর্সের লড়াই বরাবরই আড়ালে ঘটে থাকে এবং এগুলোর খুব একটা রেকর্ড থাকে না।



আরো পড়ুন:২০২৪ সালের হজ প্যাকেজ ঘোষণা|


Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)