Google কে দেওয়া PaGoaL এর পরামর্শ!

PaGoaL
By -
0

 Google কে দেওয়া PaGoaL এর পরামর্শ!

PaGoaL - The Super Psychological Master Mind

প্রারম্ভিকতা

আজকের দিনে ইন্টারনেট জগতে অন্যতম শীর্ষ টেক জায়ান্ট হলো Google LLC যার প্রাইমারী প্রোডাক্ট হলো সার্চ ইঞ্জিন Google; এই সার্চ ইঞ্জিন সিস্টেমের সূত্র ধরেই গুগলে অন্যান্য সার্ভিস যেমন Google Home, Google Maps, Google Drive, Gmail, Google Assistant, Google Chrome, Google Play, Google Photos, Google Earth, Blogger, YouTube ইত্যাদি ক্রমবিকাশ ঘটেছে; আজকের দিনে Google এর পরিচিত কিন্তু Search Engine হিসেবে Google এর সূত্র ধরেই - অদ্যবধি অনেকেই এখনও Google বলতে কেবলি Google -কে Search Engine হিসেবেই বুঝে থাকি!

Google কে PaGoaL এর পরামর্শ!

যদিও রসাত্মক'ভাবে বলা চলে কোথায় Google আর কোথায় PaGoaL তবুও Intelligence কখনোই সংকীর্ণতায় আবদ্ধ সংক্ষিপ্ত নয় বরং তা মানব মস্তিষ্কের বৈচিত্র্যময় চিন্তা চেতনায় সর্বদাই নিত্য ক্রমবিকাশিত হয় - নতুন নতুন আবিষ্কার আর উদ্ভাবনী ভাবনায় ইন্টারনেট দুনিয়াতে ঘটে চলেছে অভাবনীয় বিষ্ময়; এইরূপ চিন্তাধারায় PaGoaL টেক জায়ান্ট কোম্পানি Google LLC এর সার্চ ইঞ্জিন Google এর ইন্টারফেস উন্নতকরণে পরামর্শ তথা আইডিয়া দিতে প্রয়াসী.....

PaGoaL আইডিয়া!

আপনি যদি Microsoft এর সার্চ ইঞ্জিন Bing এর ইন্টারফেস লক্ষ্য করেন তবে দেখবেন যে তার Background এ Image তথা Photo ব্যবহার করা হয়েছে - যা ঐ Image সম্পর্কিত তথ্য প্রোভাইড করছে; Google চাইলে কিন্তু এই একই বিষয়টি একটু ভিন্নভাবে ইফেক্টিভ উপায়ে ইউটিলিটাইজ করতে পারে।

এমন ইউটিলাইজেশনে Background এ ব্যবহৃত Content যা হতে পারে Photo, Animation, Video ইত্যাদি তা যেন সময় ও পরিস্থিতি স্বাপেক্ষে উপযুক্ত হয় যেমন Google Doodle [ Google Doodle তার internet surfer দের তথ্য, উপাত্ত, সংবাদ, জ্ঞান, মেমোরীস, বিষয়ভিত্তিক অনুভূতি, বিনোদন, বিশেষত্ব, সারপ্রাইস ইত্যাদি দিতে প্রয়াসী থাকে] ফিচার। এই Background System যে শুধুই তথ্য বা বিনোদনমূলক হবে এমনটি নয় বরং উহা হতে Google কোম্পানি নিজে এবং একজন সাধারণ Google ব্যবহারকারী উভয়েই লাভবান হতে পারে; যেমন • Google Surfer এর লোকেশনের Time অনুযায়ী Google Background Content যদি ভোরবেলায় একটি সুন্দর প্রভাতের ফটো দেখায় - তবে Surfer এর সাইকোলজিকে প্রভাবিত করতে সক্ষম; তখন Tips হিসেবে এক কাপ কফির Advice এর সহিত কোন কোম্পনি এর কফির Advertise হয়ে গেলো • তীব্র রৌদ্দুরে ক্লান্তি কমাতে সংশ্লিষ্ট Background Content এর সহিত Advertising হিসেবে AC এর বিজ্ঞাপন চলে বটে • রাতের নিভৃত নিসর্গে Background Content যদি চাঁদনী রাতে মেঘের লুকোচুরি এর Animation হয় তবে তা Surfer এর সাইকোলজিতে ইফেক্ট তৈরী তথা ব্রেইন এক্সেস করতে সক্ষম - তখন রিলেটেড বিজ্ঞাপনে দারূণ সাড়া পাবার সম্ভবনা খুব • শুধুই Surfer এর Location ভিত্তিক Time নয় বরং Situation ভিত্তিক Advertisement করা যেতে পারে যেমন উৎসবের সময় বিশেষ করে শপিং এর বিজ্ঞাপন • এছাড়াও একই Background Content এর সহিত Concord থাকা Advertisement বারবার বিরক্ত লাগবে এটাই স্বাভাবিক তাই প্রতিবার নতুন নতুন কিংবা ওয়েবপেইজ রিফ্রেশ করলে নতুন Background Content এর সহিত Related Advertisement আসবে • শুধুমাত্র Surfer এর Location বা Time নয় বরং Browser এর cookies দ্বারা Appropriate Advertising করা খুবই সাধারণ ও সম্ভবপর • একজন Surfer কে Force করে বিজ্ঞাপন দেখিয়ে যে ফিডব্যাক পাওয়া যায় এরচেয়ে স্বাধীনভাবে সাবকনশিয়াসে সাজেশন প্রযুক্ত করলে আরও বেটার রেসপন্স পাওয়া যেতে পারে • Surfer কে চোখ দ্বারা বিজ্ঞাপন না দেখিয়ে - ঠোট দ্বারা টেক্সট বিজ্ঞাপন না পড়িয়ে - কান দ্বারা অডিও বিজ্ঞাপন না শুনিয়ে - সবচেয়ে ভালো হয় Surfer কে বিজ্ঞাপন উপলব্ধি করানো • যখন কোন Surfer এর সম্মুখে তার কাঙ্খিত সার্ভিস [cookies ইত্যাদি এনলাইসিস ব্যতিরেকে] এর বিজ্ঞাপন আসবে তখন অবচেতনভাবেই উহা অপেক্ষাকৃত উত্তমভাবে মূল্যায়িত হওয়া সম্ভবপর • এরূপ আরও বহু এডভান্টেজ বিদ্যমান যা আশাকরি Google এর Marketing Team আবিষ্কার করতে খুব Capable বটে।

উপসংহার

এই পৃথিবীতে মানব জাতির অনন্য বৈশিষ্ট্য হলো তার চিন্তাশক্তি হতে উৎসারিত বুদ্ধি তথা আইডিয়া; সুতরাং কোন আইডিয়াকেই অবমূল্যায়ন করা কল্যানকর কিছু হতে পারে না!

আপনার সুন্দর জীবনের তরে নিরন্তর শুভকামনা ও ভালোবাসা রইলো।

#Query_Keyword: Idea

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)